News

Title : পিপিআর, ২০২৫ প্রণয়নে অবদানকারীদের প্রতি বিপিপিএ-এর স্বীকৃতি
Description :

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ২ ডিসেম্বর ২০২৫ তারিখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, (পিপিআর), ২০২৫ প্রণয়ন ও চূড়ান্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ (টিডব্লিউজি) সদস্যদের স্বীকৃতি প্রদান করে।

বিপিপিএ-এর কনফারেন্স কক্ষে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে টিডব্লিউজি সদস্যদের হাতে ক্রেস্ট ও সম্মাননা-পত্র তুলে দেওয়া হয়। পিপিআর সংস্কার প্রক্রিয়ায় তাদের পেশাগত দক্ষতা, নিষ্ঠা এবং মূল্যবান দিকনির্দেশনাকে এ উপলক্ষ্যে বিশেষভাবে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডি সচিব জনাব সিরাজুন নূর চৌধুরী। বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সচিব তার বক্তব্যে বলেন, “কাজটি সম্পন্ন হওয়াটা আনন্দের বিষয়। প্রয়োজনে ভবিষ্যতে সংশোধন আসতে পারে, কিন্তু প্রথম পদক্ষেপটি নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।”

সিইও তার ভাষণে সব অবদানকারীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে আধুনিক, টেকসই ও নাগরিক-কেন্দ্রিক সরকারি ব্যবস্থার পথে এগিয়ে যেতে তাঁদের অব্যাহত দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২ ডিসেম্বর ২০২৫ তারিখে বিপিপিএ কার্যালয়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ। সম্মাননাপ্রাপ্তরা ক্রেস্ট ও স্বীকৃতি-পত্র গ্রহণের সময় ছিলেন উৎফুল্ল ও গর্বিত। তারা দলগত ছবিতে অংশ নেন, বিগত পথচলার স্মৃতি রোমন্থন করেন এবং বিপিপিএ আয়োজিত মধ্যাহ্নভোজে একসঙ্গে সময় কাটান। এটি শুধু একটি অর্জনের উদ্‌যাপন নয়, বরং এটি সেই অংশীদারিত্বের চেতনা তুলে ধরেছে, যা পিপিআর সংস্কারকে সফল করেছে। পিপিআর, ২০২৫ প্রণয়ন যাত্রায় টিডব্লিউজি সদস্যদের অবদানকে প্রশংসা করতে গিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা দোহাটেকের e-GP EOM দলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

দলনেতা জনাব নাজমুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এ দল পিপিআর, ২০২৫ অনুযায়ী e-STD গুলো হালনাগাদ এবং ই-জিপি পোর্টালে আপলোড করার মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগরি সহায়তা প্রদান করে। দলনেতার প্রতি জারি করা স্বীকৃতিপত্রে সিইও উল্লেখ করেন: “আপনি এবং আপনার দলের আন্তরিকতা ও পেশাদারিত্ব, এবং অংশীজনদের প্রয়োজন অনুযায়ী দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা সত্যিই প্রশংসনীয়। আপনাদের এই প্রচেষ্টা অনন্য।”

২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সংশোধিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পিপিআর, ২০২৫-এর যুগপৎ কার্যকরকরণ বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থায় এক যুগান্তকারী মাইলফলক। দীর্ঘদিন ধরে বিভিন্ন অপারেশনাল চ্যালেঞ্জ ও বিতর্কের বিষয়, যেমন অভ্যন্তরীণ কার্য ক্রয়ে ১০% কম-বেশি মূল্যসীমা, দরদাতাদের মধ্যে মূল্য-সমতা, এবং চুক্তি প্রদানে পুনরাবৃত্তি এসব জটিলতা মোকাবিলায় টিডব্লিউজি সদস্যরা প্রমাণভিত্তিক বিশ্লেষণ ও বিস্তৃত পরামর্শ প্রদান করেছেন। এসব বাধা অপসারণের মধ্য দিয়ে আধুনিক ও সংস্কারমুখী বিধিমালা প্রতিষ্ঠার পথ সৃষ্টি হয়েছে।

আজ পিপিআর, ২০২৫ বিভিন্ন সেক্টরে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এটি সরকারি ক্রয়ে স্বচ্ছতা, প্রতিযোগিতা, দক্ষতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ অর্জন তাদেরই, যারা অক্লান্ত পরিশ্রম, পেশাদারিত্ব ও নিবেদিত চিত্তে সংস্কার প্রক্রিয়াকে সফল করেছেন। তাদের এ অবদানই ভবিষ্যতে আরও উন্নত ও আধুনিক সরকারি ক্রয় ব্যবস্থার ভিত্তি রচনা করেছে।

Publication Date : 03/12/2025