News
| Title | : | পিপিআর, ২০২৫ টেন্ডারে অংশগ্রহণ বাড়িয়েছে |
|---|---|---|
| Description | : | ২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে নতুন প্রণীত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫) কার্যকর হওয়ার পর থেকে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের মাধ্যমে দরপত্রে অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ, ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজশাহীতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ এবং ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন। রাজশাহীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এর ব্যবস্থাপনায় বিপিপিএ কর্মশালাটি আয়োজন করে। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার কর্মশালায় সভাপতিত্ব করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন বিসিসিপির প্রোগ্রাম ডিরেক্টর ও ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. জিনাত সুলতানা। বিপিপিএ-এর সিইও তার বক্তব্যে বলেন, “সরকার পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫) জারির মাধ্যমে ই-জিপি বাধ্যতামূলক করেছে যার জন্য এখন সকল টেন্ডার ই-জিপির মাধ্যমে পরিচালিত হতে হবে।” সরকারি ক্রয়কারী এবং দরপত্রদাতাদের নতুন পিপিআর, ২০২৫ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং এজন্য বিপিপিএ নতুন পিপিআর এবং সংশোধিত পিপিএ, ২০০৬ সম্পর্কে সচেতনতা তৈরির জন্য জেলা ও উপজেলায় কর্মশালা আয়োজন করছে, উল্লেখ করে তিনি আরও বলেন, “২০২৫ সালে একটি অধ্যাদেশের মাধ্যমে পিপিএ, ২০০৬ সংশোধন করা হয়েছে এবং তারপর পিপিআর, ২০০৮ এর স্থলে পিপিআর, ২০২৫ নতুনভাবে প্রণয়ন করা হয়েছে।” তিনি বলেন, “পিপিআর, ২০২৫ এবং সংশোধিত পিপিএ, ২০০৬ উভয়ই ২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কার্যকর হয়েছে। বিপিপিএ এখন কর্মশালার মাধ্যমে সারা দেশে পিপিআর, ২০২৫ প্রচার করছে,”। বিপিপিএ পরিচালক শেখ শহিদুল ইসলাম শাহারিয়ার পিপিআর, ২০২৫ এর উপর একটি উপস্থাপনা করেন যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ নতুন বিধিমালার পাশাপাশি সংশোধিত বিধিমালার উপর আলোকপাত করা হয়। অধিবেশনে মোট ৪০ টিরও বেশি ক্রয়কারী সংস্থা এবং দরপত্রদাতারা অংশগ্রহণ করেন। বিপিপিএ সচেতনতা তৈরি এবং সক্ষমতা বৃদ্ধির জন্য দেশজুড়ে পিপিআর ২০২৫ এবং ই-জিপির উপর এ ধরনের কর্মশালা পরিচালনা করে আসছে।
|
| Publication Date | : | 14/12/2025 |