News
| Title | : | পিপিআর, ২০২৫ বিষয়ে কক্সবাজার ও উখিয়ায় বিপিপিএ-এর কর্মশালা অনুষ্ঠিত |
|---|---|---|
| Description | : | নতুন কার্যকর পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫) সম্পর্কে দরপত্রদাতা ও ক্রয়কারী কার্যালয়ের কর্মকর্তাদেরকে অবহিত ও সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ এবং বিপিপিএ-এর পরিচালক ও জাতীয় ক্রয় প্রশিক্ষক জনাব শাহ ইয়ামিন-উল ইসলাম ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে উখিয়া উপজেলা এবং উপকূলীয় শহর কক্সবাজারে আলাদা দুটি কর্মশালায় উপস্হিত ছিলেন। এদিন বিপিপিএ উখিয়া উপজেলায় একটি এবং কক্সবাজার জেলা সদরে আরেকটি-মোট দুটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। কর্মশালাসমূহে পিপিআর, ২০২৫-এর গুরুত্বপূর্ণ বিধান, নতুন সংযোজন, উদ্ভাবনী দিকসমূহ এবং বিধিমালা অনুসরণের প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। জনাব শাহ ইয়ামিন-উল ইসলাম এসব বিষয়ে উপস্হাপনা পেশ করেন। কক্সবাজারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আ. মান্নান। বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, সংশোধিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং নতুন পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫)-এর বিধানসমূহ যথাযথভাবে অনুসরণ করা অপরিহার্য। পিপিআর, ২০২৫-এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা, দক্ষতা ও প্রতিযোগিতা নিশ্চিত করতে এ বিধিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উখিয়া উপজেলায় অনুষ্ঠিত কর্মশালায়ও বিপিপিএ-এর সিইও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উখিয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। উভয় কর্মশালায় বিপিপিএ পরিচালক জনাব শাহ ইয়ামিন-উল ইসলাম পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫)-এর বিভিন্ন দিক ও গুরুত্বপূর্ণ বিধান তুলে ধরে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন। এসব কর্মশালায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন ক্রয়কারী সংস্থা ও দরপত্রদাতাগণ অংশগ্রহণ করেন। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও প্রতিযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এই উদ্যোগ প্রমাণ করে যে, সরকারি ক্রয় সংস্কারকে কেবল নীতিগত কাগজপত্রে সীমাবদ্ধ না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিপিপিএ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পিপিআর, ২০২৫ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির চলমান কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) কর্মশালাসমূহ বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে।
|
| Publication Date | : | 24/12/2025 |