News
| Title | : | পিপিআর, ২০২৫ প্রতিপালনের গুরুত্ব তুলে ধরা হলো |
|---|---|---|
| Description | : | নতুন কার্যকর পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর ২০২৫) এবং ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থা সম্পর্কে দরপত্রদাতা ও ক্রয়কারী সংস্থার কর্মকর্তাদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ২৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে বরিশালে একটি কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সচিব জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান। বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. খায়রুল আলম সুমন কর্মশালায় সভাপতিত্ব করেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিপিপিএ-এর সিইও পিপিআর ২০২৫ প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, এ বিধিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাবে। বরিশাল জেলার বিভিন্ন ক্রয়কারী কার্যালয়ের কর্মকর্তা ও দরপত্রদাতা মিলে মোট ৭০ জন কর্মশালায় অংশগ্রহণ করেন। বিপিপিএর পরিচালক ও জাতীয় ক্রয় প্রশিক্ষক জনাব শাহ ইয়ামিন-উল ইসলাম কর্মশালায় পিপিআর ২০২৫-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও বাস্তবায়ন বিষয়ক একটি উপস্থাপনা পেশ করেন। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালাটি বাস্তবায়নে সহায়তা প্রদান করে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)। উল্লেখ্য, সংশোধিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ কার্যকর করার পর একই দিনে অর্থাৎ ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ কার্যকর হয়। এর পর থেকে বিপিপিএ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে আসছে। এসব কর্মশালার মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে বিভ্রান্তি দূর করা, বিধিমালা সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান এবং পিপিআর ২০২৫-এর কার্যকর প্রতিপালন নিশ্চিত করা।
|
| Publication Date | : | 01/01/2026 |